প্রকাশ: ৩০ মে ২০২১, ১৯:৩৭
দৌলতদিয়া - পাটুরিয়া নৌপথে চলন্ত ফেরিতে ছিনতাইকারী ও পকেটমার চক্রের দৌরাত্ম্য আবারো বেড়েছে। শনিবার (৩০ মে) ভোররাতে শাহজালাল নামক ফেরিতে এরকম এই ছিনতাইকারী চক্রের কবলে পড়েন মো. রেজাউল ইসলাম মল্লিক (৩০) নামের এক প্রাইভেটকার চালক ।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হন। জরুরি অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার হরিডালি গ্রামে।
এ বিষয়ে আহত চালকের ভাগনে বাদী হয়ে শনিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,রেজাউল ইসলাম শনিবার রাত সারে ৯ টার দিকে পাইকগাছা থেকে প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন।শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়ার ৫ নং ফেরি ঘাট থেকে তিনি শাহজালাল নামক ফেরিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যান।
এ সময় গাড়ির জানালার মধ্যে হাত দিয়ে ছিনতাইকারী বাবলু রেজাউল ইসলামের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। রেজাউল সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বাবলুকে জাপটে ধরার চেষ্টা চালান। এ সময় বাবলু ধারালো অস্ত্র দিয়ে রেজাউলের গলায় কোপ মারেন ।
এ সময় ফেরির অন্য যাত্রীরা অভিযুক্ত ছিনতাইকারী বাবলুকে (৩০) ধরে বেধড়ক পিটুনি দেয়।খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশের একটি দল ওই ফেরিতে গিয়ে দুইজনকে উদ্ধার করে। ছিনতাইকারী বাবলু পুলিশি পাহারায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ফেরির সাধারণ যাত্রী ও ফেরি সংশ্লিষ্টদের অভিযোগ, রাতে ফেরীতে নদীতে নৌ-পুলিশের টহল না থাকার সুযোগে প্রায় প্রতি রাতে বিভিন্ন যাত্রীর কাছ থেকে এভাবে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট হাতিয়ে নেয়ার ঘটনা ঘটছে।
দৌলতদিয়া ঘাট নৌ - পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুন্নাফ আলী শেখ বলেন, গণপিটুনিতে আহত ছিনতাইকারী বাবলুর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে। নৌ-ফাড়িতে লোকবল কম থাকায় ফেরিতে পুলিশি টহল রাখা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।তবে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।