প্রকাশ: ২১ মে ২০২১, ২১:১২
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে রাজধানীর তাজমহল রোডের মোহাম্মদপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তির নাম মো. সৈয়াবুর রহমান কাওসার (২১)। এ সময় তার সাথে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেটও পাওয়া যায়।
এ প্রসঙ্গে র্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন সদস্যদের দলভুক্ত করতে জঙ্গিবাদী বই ও প্রচারপত্র গোপনে বিলি করতেন কাওসার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।