বাবুলের বিরুদ্ধে মামলা করতে থানায় মিতুর বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১২ই মে ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন
বাবুলের বিরুদ্ধে মামলা করতে থানায় মিতুর বাবা

বরখাস্তকৃত আলোচিত এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির হয়েছেন তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুর বাবা মোশাররফ হোসেন।


চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে তিনি থানায় যান।


মিতুর বাবা মোশাররফ জানান, মামলায় বাবুল আক্তারসহ আটজনকে আসামি করা হবে।


পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার বাদী ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তদন্তে তার বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে তাকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


জানা গেছে, বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের হতে চলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে তাকে।


বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বলেন, যে কারণে বাবুল আক্তার চট্টগ্রামে সেই কারণে আমিও চট্টগ্রামে।


আমার মেয়ের খুনের সঙ্গে বাবুল আক্তার যে জড়িত সেটা আগেই আমি উত্থাপন করেছিলাম। একটু অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।


#ইউনিউজ৭১/এনএইচএস/২০২১