করোনায় আক্রান্ত মমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই নভেম্বর ২০২০ ০২:৩৯ অপরাহ্ন
করোনায় আক্রান্ত মমিনুল হক

দুই দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যেতে পারেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এবার করোনা ধাবা বসিয়েছে মমিনুল হক সৌরভের দেহে। বাংলাদেশের টেস্ট দলপতিও করোনায় পজেটিভ।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।তিনি জানান, বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন মমিনুল হক।আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়ার কথা ছিল ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

দেশের হয়ে ৪০ টেস্ট, ২৮ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।মূলত সাদা পোশাকেই নিয়মিত খেলেন মুমিনুল। টেস্টে ব্যাট হাতে রান তুলেছেন ২ হাজার ৮৬০। ওয়ানডেতে রয়েছে সাড়ে পাঁচশ’ বেশি রান।  টি-টোয়েন্টিতে মোট রানের সংখ্যা ৬০।গেল বছরের অক্টোবরে সাকিব আল হাসান নিষিদ্ধ হন। সে সময় টাইগারদের টেস্ট দলের দায়িত্ব তুলে দেয়া হয় মুমিনুলের কাঁধে।