প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২০, ০:৪৭
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সমারসেট শেষমেশ পাকিস্তানের বিরাট কোহলির আর্জি মেনে নিল। ক্রীড়াবিদরা সাধারণত অ্যালকোহল বা তামাকজাত দ্রব্যের প্রচারে থাকতে চান না। এমন দৃষ্টান্ত আগেও রয়েছে। আর এবার সেই ধারা অব্যহত রাখলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারক কোম্পানির লোগো সরানোর জন্য সমারসেট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন তিনি। তাঁর আবেদনে সাড়া দিয়েছে ক্লাব। কাউন্টি ক্রিকেটের জনপ্রিয় ক্লাব বাবর আজমের জার্সি থেকে সেই লোগো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ক্লাবের সঙ্গে সেই সংস্থার চুক্তি হয়েছে। ফলে মহাসমস্যায় পড়ে সমারসেট। আসলে অ্যালকোহল কোম্পানির লোগো লাগানো জার্সি পরে প্রথম ম্যাচ খেলায় সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হয়েছিল বাবরকে। সমারসেট এবার তাঁকে জানিয়েছে, যতদিন তিনি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ততদিন তাঁর জার্সিতে ওই লোগো থাকবে না।