কোনও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সৌরভ গঙ্গোপাধ্যায় যাতে আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন, তার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাই সৌরভকে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে দেখতে চাইছেন। দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষে গ্রেম স্মিথ ইতোমধ্যেই প্রকাশ্যে সৌরভের হয়ে দাবি তুলেছেন। কিন্তু সৌরভ সর্বোচ্চ পদে বসবেন কি না, তা নির্ভর করবে ক’টি দেশের সমর্থন তাঁর কাছে থাকবে।আইসিসির চেয়ারম্যান পদে বসতে গেলে শর্ত দুটি। আইসিসি-বোর্ডের দুটি সভায় থাকতে হবে প্রার্থীকে। দ্বিতীয় শর্তটি হল- যে বোর্ড থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই বোর্ডের কোনও ডিরেক্টর স্থানীয় ব্যক্তির সুপারিশ থাকতে হবে। এখানে সৌরভের অসুবিধে থাকার কথা নয়।
যদি আলোচনার মাধ্যমে ভোট ছাড়াই ব্যাপারটা করা যায়, তা হলে তেমন আপত্তি নেই সৌরভেরও। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ইতোমধ্যেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু ভারত তার ভোট চাইলে তিনিও বিনিময়ে ক্রিকেটীয় শর্ত দেবেন। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভিযোগ, ২০১৫-২০২৩ এই মেয়াদে ভারত-পাকিস্তান আটটি সিরিজ হওয়ার ব্যাপারে ভারত চুক্তি সই করলেও একটি সিরিজও খেলেনি। যে জন্য বিপুল অঙ্ক লোকসান হয়েছে পাক বোর্ডের। আইসিসিতে মামলা করেও সুরাহা হয়নি। সৌরভকে ভোট দিতে দুবাইয়ে ভারত-পাক সিরিজের নিশ্চয়তা চাইতে পারেন মানি।