প্রকাশ: ৬ মে ২০২০, ৬:৪০
বছর দশেক আগে ক্রিকেট ছাড়লেও কারণে অকারণে সবসময় আলোচনায় থেকেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে নানারকম মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।
এবার নতুন একটি মন্তব্যের জন্য আলোচনায় এসেছেন এই কিংবদন্তি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
একটি অনুষ্ঠানে শোয়েবকে জিজ্ঞেস করা হয় ভারতের বোলিং কোচ হওয়ার সুযোগ পেলে তিনি কি করবেন? জবাবে হ্যাঁ-সূচক উত্তরই দিয়েছেন এই ফাস্ট বোলার। সুযোগ পেলে ভারতের সেরা ফাস্ট বোলারদের বের করে আনার দাবিও করেন তিনি।