এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বঙ্গবন্ধুর নামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৪ই মার্চ ২০২০ ০১:৫০ অপরাহ্ন
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বঙ্গবন্ধুর নামে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। ২০১৯-২০২০ মৌসুমের এই লিগকে নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’।এবারও ডিপিএলের স্পন্সর থাকছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সম্মেলনে এসব কথা জানিয়েছেন।আজ শনিবার সকালে অফিসিয়াল মিডিয়া সেশনে বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজনের সাথে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের সদস্য সচিব আলী হোসেনও উপস্থিত ছিলেন।

আগামীকাল ১৫ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। উল্লেখ্য, এবার নিয়ে টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হল ওয়ালটন গ্রুপ।বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এ বছর আমাদের মূল ইভেন্টগুলো বঙ্গবন্ধুর নামে করছি। তাই এবারের ঢাকা লিগের নাম বঙ্গবন্ধুর নামে যেটা ওয়ালটন গ্রুপ স্পন্সর করছে।’

তিনি যোগ করেন, ‘করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করেছে এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলো একে একে স্থগিত হয়ে যাচ্ছে। কতদিন স্থগিত থাকবে তা আমরা বুঝতেও পারছি না। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বাংলাদেশের প্রধান ক্রিকেট লিগ। এখানে দর্শক খুব একটা হয় না। সম্প্রতি বিসিবির পক্ষ থেকেও মাঠে দর্শক সমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। সেদিক থেকে চমৎকার সময়ে আমরা টুর্নামেন্টটা করছি। তাতে ক্রিকেটাররা চর্চার মধ্যে থাকল এবং তারা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে।’

মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘মুজিব শতবর্ষে ঢাকা প্রিমিয়ার লিগ বঙ্গবন্ধুর নামে করায় ওয়ালটন গ্রুপ বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত সময়োপযোগী মনে হয়েছে। সেই সঙ্গে বরাবরের মতো এবারও ওয়ালটনকে টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।

ইনিউজ ৭১/ জি.হা