লাহোরে প্রথম টি-২০ আজ, জয়ে সিরিজ শুরুর আশায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ১১:০৬ পূর্বাহ্ন
লাহোরে প্রথম টি-২০ আজ, জয়ে সিরিজ শুরুর আশায় বাংলাদেশ

নিরাপত্তা ইস্যুতে অনেক আলোচনা-সমালোচনার পরও পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল। প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে গিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা। নিরাপত্তার ভয়ডর ছাপিয়ে ক্রিকেটে মনোযোগী হতে চেষ্টা করছে টাইগাররা। লাহোরে ব্যাট-বলের লড়াইয়ে আজই নেমে পড়ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ তে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও সিরিজ জয়ের আশা ছাড়ছে না টাইগাররা। টি-২০’র শীর্ষ দল পাকিস্তান খেলবে ঘরের মাঠে। র‌্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ অবশ্য নিজেদের লক্ষ্যে অটুট আছে। লাহোরে আজ স্বাগতিকদের হারানোর লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ।

গতকাল লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিজেদের মাটিতে পাকিস্তান অনেক ভালো দল, শক্তিশালী দল। তবে আমি আমাদের দল নিয়ে আশাবাদী যেন ভালো খেলতে পারি ও সিরিজ জিততে পারি।’