টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০১৯ ০২:০৬ অপরাহ্ন
টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা নামছে আজ। সপ্তম আসরের দ্বিতীয় পর্বের শেষ দিনে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট থান্ডার। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে মাশরাফির ঢাকা। তাদের নেট রানরেট +০ .১৪৩। ঢাকার ৩ জয় কুমিল্লার বিপক্ষে দুবার ও সিলেট থান্ডারের বিপক্ষে একবার। কুমিল্লার বিপক্ষে জয় ২০ রান ও ৫ উইকেটে এবং সিলেটের বিপক্ষে ২৪ রানের ব্যবধানে। 

অন্যদিকে টানা ৪ হারের পর পঞ্চম ম্যাচে এসে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট থান্ডার। খুলনা টাইগার্সকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। প্রথম জয়ের পর অনেকটা ফুরফুরে থান্ডার শিবির। ৫ ম্যাচ খেলে ১ জয়ে সিলেটের -০.৫ রানরেট এবং ২ পয়েন্টে অবস্থান ষষ্ঠ স্থানে। সুতরাং তারকাসমৃদ্ধ ঢাকার বিপক্ষে আজকের ম্যাচ তাদের বাঁচা-মরার লড়াই।

ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি অনিক, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

সিলেট থান্ডার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম অপু।

ইনিউজ ৭১/এম.আর