
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৪

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিয়ে চলতি বছরের ২০ আগস্ট ঢাকায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় চার্লস ল্যাঙ্গেভেল্ট। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিতে পাঠিয়েছেন ইস্তফাপত্র। বিসিবিও তাকে অব্যাহতি দিয়েছে। এমন অবেলায় বোলিং কোচের বিদায়ে ক্রিকেট পাড়ায় চলছে গুঞ্জন। কে হবেন বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ? এ নিয়ে কথা বললেন খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে খুলনার অনুশীলনে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের বোলিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব