সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০১৯ ১০:৩৯ অপরাহ্ন
সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারকে ৪ উইকেটে হারিয়ে ঘরের মাঠে শুভ সূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  সিলেট থান্ডারের দেয়া ১২৯ রানের জবাবে ৬ ইউকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। তখনও হাতে বাকি ছিলো ২ ওভার। 

হারের বৃত্তে ঘুরপাক খাওয়া সিলেট থান্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করাতে পারে নি। আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং প্রতিপক্ষের বোলারদের নৈপূন্য নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় মোসাদ্দেক হোসেনের দল।

ঘরের মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। নাসুম, রুবেল, রানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে রাখে সিলেটের ব্যাটসম্যানদের। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। আর চাপে পড়া দলের হয়ে ৩০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। 

বল হাতে দারুণ সফল ছিলেন চট্টগ্রামের বোলাররা। নিজের কোটার চার ওভারে একটি মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন মেহেদী হাসান রানা। এছাড়া দুটি উইকেট তুলে নেন রুবেল হোসেন।

স্কোর: 
সিলেট থান্ডার: ১২৯/৮ (২০) 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩০/৬ (১৮)

ইনিউজ ৭১/টি.টি. রাকিব