দ্বিতীয় ইনিংসের শুরুতেই ‘ডাক’ মেরে ফিরলেন সাদমান-মুমিনুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০১৯ ০৬:০৫ অপরাহ্ন
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ‘ডাক’ মেরে ফিরলেন সাদমান-মুমিনুল

গোধূলি বেলায় ৫৮ রানে হুট করে ৫ উইকেট হারায় ভারত। অলআউট এড়াতে কোহলিরা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংস থেকে ২৪১ রানের লিড নেয় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন রান তুলার আগেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ২.৫ ওভারে ২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে। সাদমানের পর মুমিনুল হকও শূন্য করে আউট হয়েছেন। এর আগে প্রথম ইনিংসেও ডাক মেরে ফেরেন মুমিনুল।

এর আগে টস জিতে ব্যাট করা বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়। প্রথম দিন ৩ উইকেটে ১৭৪ রান তুলে ফেলে ভারত। লিড নেয় ৬৮ রানের। দ্বিতীয় দিন কোহলি-রাহানের ব্যাটে ছুটতে থাকে ভারত। রাহানে ফিরে যান ৫১ রান করে। এরপর কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৬ রানে ইবাদতের বলে আউট হন।

কোহলি ফেরার পর দ্রুত পাঁচ উইকেট হারায় ভারত। রবিন্দ্র জাদেজা ১২ রান করেন। অশ্বিন ফিরে যান ৯ রান করে। ইশান্ত শর্মা ও উমেশ যাদব কোন রান করতে পারেননি। ঋদ্ধিমান সাহা ১৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথমদিন ৫৫ রানে আউট হন চেতেশ্বর পূজারা। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা যথাক্রমে ১৪ ও ২১ রানে আউট হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব