
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ৩:৫

গোলাপি বলের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান আসে বাংলাদেশ দলের ওপেনার সাদমানের ব্যাট থেকে। তিনি করেন ২৯ রান। সেই সাথে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মূল অস্ত্র যে পেসাররা সেটা টের পাওয়া এ টেস্টের প্রথম ইনিংসেই। ইনিংসের পুরোটাই জুড়ে রাজত্ব করেছেন ভারতীয় পেসাররা, যেখানে টিকে থাকার সংগ্রামে বিপর্যস্ত দশা টাইগার ব্যাটসম্যানদের। স্বাগতিকদের হয়ে ইশান্ত শর্মা ৫টি, উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ শামি ২টি করে উইকেট নেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব