
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০:৪৫

একটা সময়ে জাতীয় দলের অটোমেটিক চয়েজ ছিলেন শাহাদাত হোসেন রাজিব। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে আর ৬টি- টোয়েন্টি ম্যাচ খেলে ১২৫ উইকেট শিকার করেন রাজিব। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ৩৩ বছর বয়সী এ ডানহাতি পেসার এখন ঘরোয়া ক্রিকেট খেলেই সময় কাটান। রোববার অনুষ্ঠিত বিপিএল সপ্তম আসরের নিলামে দল পাননি রাজিব। ঘরোয়া ক্রিকেটই তার রুটি-রুজির একমাত্র মাধ্যম। অথচ সেই লোকাল ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় শাহাদাত হোসেন রাজিব বলেন, আমি আরাফাতকে বলেছি ভালো করে বোলিং কর, শাইন করতে হবে। এটা বলার পর সে আমার সঙ্গে উচ্চবাক্য শুরু করে। ও বলে শাইন করছি না? তাহলে কী করছি?
শাহাদাত আরও বলেন, ‘সানি আমার সঙ্গে যখন বাকবিতণ্ডা করতে ছিল তখন মোহাম্মদ শহীদ এসে ওকে বলল, রাজিব ভাই তোমার চেয়ে অনেক সিনিয়র। ওনার সঙ্গে এভাবে কেন কথা বলছ? এরপরও সানি আমার সঙ্গে ঝগড়া করতেই থাকে। তখন মেজাজ হারিয়ে ফেলি’।
রাজিব আরও বলেন, সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে তা সঠিক নয়। ওকে আমি কিল-ঘুষি-লাথি মারিনি। শুধু ধাক্কা দিয়েছিলাম। এরপর অবশ্য দুজনেই মিলে গেছি। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট করেছেন। আমাকে হয়তো ক্রিকেট বোর্ডে ডাকতে পারে।

কান্নাজড়িত কণ্ঠে শাহাদাত হোসেন রাজিব বলেন, ‘ভাই জাতীয় দলে নেই, বিপিএলেও দল পাইনি। ঘরোয়া ক্রিকেট খেলেই সংসার চালাই। সামনে অনেক খেলা আছে। যদি খেলতে না পারি তাহলে কী করে চলব? আমি ভুল করে ফেলেছি। আমার ওই কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি ক্রিকেট বোর্ডে যাব নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করব’।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব