
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ২১:১৫

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে অবগত না করায় সাকিব আল হাসানকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করতে পারে আইসিসি। এই তালিকায় নাম ছিল টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমেরও। তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি আকসু।
আকসু তখন বাড়তি পর্যবেক্ষণের জন্য মুশফিকের মোবাইল ফোন চায়। সেই ফোনের কল লিস্ট পরীক্ষা করে। তারপর নিশ্চিত হয় মুশফিকের মোবাইলে অমন কোনো কল আসেনি। আইসিসির নিয়ম হচ্ছে, বাজিকররা ম্যাচ পাতানোর অফার করলে জানাতে হয়। এটা গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। যার শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর নিষিদ্ধ হওয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব