
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫০

সোমবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা ঢাকার আকাশে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি না হলে রাজধানী ঢাকার কালো মেঘে ঢাকা। দুপুরে দিকে ঝড়ো বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টিও হয়েছে। এরপর থেকে আকাশে মেঘের ঘনঘটা। বজ্রপাত হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৬১ ভাগ, ৫ টায় ৪৮ ভাগ, সন্ধ্যায় ৬টায় ৪২ ভাগ, ৭টায় ৩২ ভাগ, ৮টায় ২৯ ভাগ। এরপর ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ২৯-১৫ ভাগ। আর বাংলাদেশ-আফগানিস্তান মাঠে নামবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সেসময়ে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভেস্তে যেতে পারে। কপালে চিন্তার ভাঁজ ক্রিকেট অনুরাগীদের; আজ তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল হবে তো?
