
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৯

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। দল যখন ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন মাত্র ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে অসাধারণ এক জয় এনে দিয়েছিলেন তিনি।আফিফের ব্যাটিংয়ে খুশি হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ম্যাচ শেষে ফোন দিয়ে অভিনন্দন জানান। এছাড়া সে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও জিতেছিলেন আফিফ। সবকিছু চলছিলো ঠিকঠাকভাবেই। যেমনটা আশা করে থাকেন একজন ক্রিকেটার।

উল্লেখ্য, গত বুধবার একই পেজ থেকে জানানো হয় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিটি কিছু জটিলতার কারণে ব্যবধার করতে পারছেন না আফিফ। ফলে তার নামে কেউ যদি ফেসবুক আইডি খুলে ব্যবহার করতে থাকে, তাহলে সেটি নিশ্চয়ই ভুয়া বলে সবাইকে সতর্ক করেছেন জাতীয় দলের এ নতুন তারকা।