
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১:১৭

টি-২০ ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে রোববার আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।
সাইফউদ্দিন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করালেও জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের করা ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে রশিদ খানদের কাছে টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও হারের লজ্জা পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
