
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০:৩৯

ক্রিকেটে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরে এই প্রথম সিরিজ খেলছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে হেরে যায় আফ্রিকান এই দলটি। অপরদিকে বাংলাদেশকে টেস্টে হারিয়ে দারুণ ছন্দে থাকা আফগানিস্তান আজ নামছে তাদের উদ্বোধনী ম্যাচে। নিঃসন্দেহে এই ম্যাচে আফগানরা ফেবারিট।
এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একটিতেও। আজ তাদের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে প্রথম জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার। অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে টানা ১০ ম্যাচ অপরাজিত আফগানিস্তান। নিজেদের জয়ের ধারা ধরে রাখার দিকেই নজর থাকবে তাদের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব