টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৯ অপরাহ্ন
টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান

ক্রিকেটে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরে এই প্রথম সিরিজ খেলছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে হেরে যায় আফ্রিকান এই দলটি। অপরদিকে বাংলাদেশকে টেস্টে হারিয়ে দারুণ ছন্দে থাকা আফগানিস্তান আজ নামছে তাদের উদ্বোধনী ম্যাচে। নিঃসন্দেহে এই ম্যাচে আফগানরা ফেবারিট।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফ্রিকান দল জিম্বাবুয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভালো খেলেও জয় পায়নি জিম্বাবুয়ে। আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ব্যাটিংয়ে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরেছে তারা। আজ (শনিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে হ্যামিল্টন মাসাকাদজার দল। শুক্রবার বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে সিদ্ধান্ত নিয়েছিলেন আগে বোলিং করার। তার দেখানো পথ অনুসরণ করে আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা। জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাট করতে নামবে আফগানরা।

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একটিতেও। আজ তাদের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে প্রথম জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার। অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে টানা ১০ ম্যাচ অপরাজিত আফগানিস্তান। নিজেদের জয়ের ধারা ধরে রাখার দিকেই নজর থাকবে তাদের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব