প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪

উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার সর্বত্র ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। দিনভর সূর্যের দেখা মেলেনি, ফলে দিনের বেলাতেও যানবাহন চলাচল করতে হয়েছে হেডলাইট জ্বালিয়ে।
