কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। ম্যাচের তৃতীয় ওভারেই ওপেনার আভিশকা ফার্নান্ডোকে তুলে নেন শফিউল ইসলাম। তবে শুরুর ধাক্কাটা দারুণভাবে সামাল দেন অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কুশাল পেরেরা। দুজনের ৯৭ রানের জুটি ভাঙতে ভাঙতে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
এরপর শুরু হয় দুই কুশালের লড়াই। কুশাল মেন্ডিস কিছুটা দেখেশুনে খেললেও কুশাল পেরেরা ছিলেন বিস্ফোরক। দারুন সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি। আর কুশাল মেন্ডিস ফেরেন ৪৩ রানে। শেষ দিকে কার্যকরী ইনিংস খেলে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। মোস্তাফিজের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। বল হাতে ৩টি উইকেট তুলে নেন শফিউল ইসলাম। বেহিসেবি রান খরচা খরচার মধ্যে ২টি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। একটি করে উইকেট ঝুলিতে পুরেন রুবেল, মিরাজ এবং সৌম্য।
স্কোর:
শ্রীলঙ্কা ৩১৪/৮ (৫০)
আভিশকা ৭ (১৩)
করুনারত্নে ৩৬ (৩৭)
কুশাল পেরেরা ১১১ (৯৯)
কুশাল মেন্ডিস ৪৩ (৪৯)
ম্যাথিউস ৪৮ (৩৬)
থিরিমান্নে ২৫ (৩০)
থিসারা পেরেরা ২ (৩)
ধনঞ্জয় ডি সিলমা ১৮ (১৩)
লাসিথ মালিঙ্গা ৬* (৬)
নুয়ান প্রদীপ ০* (০)
বোলার
শফিউল ইসলাম ৯-০-৬২-৩
মেহেদী হাসান মিরাজ ৯-০-৫৬-১
রুবেল হোসেন ৯-০-৫৪-১
মোসাদ্দেক হোসেন ৭-০-৪৫-০
মোস্তাফিজুর রহমান ১০-০-৭৫-২
সৌম্য সরকার ৫-০-১৭-১
মাহমুদুল্লাহ রিয়াদ ১-০-৪-০
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।