
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ৪:২৭

শ্রীলঙ্কা সফরে সবকিছু ঠিকঠাক। শনিবার (২০ জুলাই) দল উড়াল দিবে লঙ্কার উদ্দেশে। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে সফর-পূর্ব সংবাদ সম্মেলনও করলেন মাশরাফি। এরপর সন্ধ্যায় ফ্লাড লাইটে অনুশীলন করার সময় বড় দুঃসংবাদ দিলেন টাইগার অধিনায়ক। বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন সফর থেকে। শুধু মাশরাফিই নয়, ইনজুরির কারণে শ্রীলঙ্কা যেতে পারছেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। এ দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব