খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের গোদার বাজার পদ্মাপুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাবো। মাদক যে একটা ভয়াবহ বিষ, যার মাধ্যমে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার হতে পারি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন।
জানাযায়, টুর্নামেন্ট ৪ টি দল অংশগ্রহণ করছে। প্রত্যেকটি খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।