প্রকাশ: ২ জানুয়ারি ২০১৯, ৩:১
আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। দেশের সেরা ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে সাজ সাজ রব। প্রস্তুতি পর্ব সারতে হাজির হয়েছিলেন দেশসেরা সব তারকা ক্রিকেটার। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর ফের ক্রিকেট মাঠে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনে অনেকটা সময় কাটিয়েছেন রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি বিন মর্তুজাও।
বিপিএলকে সামনে রেখে দলের প্রধান কোচ টম মুডির অধীনে অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন দুপুর ০১ টার দিকে নিজেই বাইক চালিয়ে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনে হাজির হন মাশরাফি। দলের অধিনায়কের গুরুদায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে প্রয়োজন শতভাগ ফিটনেস। সেই ফিটনেস ফিরে পেতেই একাডেমির জিমে ঘাম ঝরালেন মাশরাফি। হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা থাকায় জিমে থাই মাসলের দিকেই বিশেষ নজর দেন। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গেও কিছুটা সময় কাটান তিনি।
অনুশীলনের এক ফাঁকে আড্ডায় মাতেন দুই বন্ধু মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি এবারের বিপিএলের প্রথম দুই দিনই মাঠের লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিং ও পরদিন খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামতে হবে মাশারাফিদের। এবারই প্রথমবারের মতো এই বিপিএলে খেলতে আসছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির মালিক ছাড়াও ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল, ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের মতো তারকাদের নিয়ে গড়া দলটি এবারের আসরেও ফেভারিট।