নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন
নোয়াখালীতে বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাক চাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।  


স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।  


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।