শ্রীলঙ্কার আশা ভেঙে টিকে রইল আফগানরা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩০শে অক্টোবর ২০২৩ ১০:৩৬ অপরাহ্ন
শ্রীলঙ্কার আশা ভেঙে টিকে রইল আফগানরা

শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই দলের জন্যেই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা উজ্জ্বল করতে এই ম্যাচ জয়ের বিকল্প কোনো পথ খোলা ছিল না। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের পর বল হাতেও উইকেট তুলে নিতে ব্যর্থ লঙ্কানরা। এতে দারুণ এক জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানরা।


সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় আফগানরা। এই জয়ে লঙ্কানদের আশা ভেঙে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল হাসমতউল্লাহ শহীদির দল।