নেপিয়ারে আগের ম্যাচটা ছিল লো স্কোরিং। প্রখর রোদেও ম্যাচে বিঘ্ন ঘটেছিল। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় নিয়েই এগিয়ে গিয়েছিল ভারত। এবার ম্যাচটা মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানে রানের বন্যা বইয়ে দিলো ভারতীয় ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩২৫ রানের বিশাল লক্ষ্য বেধি দিয়েছে বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের মাটিতে বিদেশি দলগুলো যে’ই সেখানে সফরে যাক, স্বাগতিক বোলারদের তোপের মুখে নাকানি-চুবানি খেতেই থাকে। এটা যেন এক ঐতিহাসিক সত্য। কিন্তু এবারই ব্যতিক্রম হয়ে দেখা দিয়েছে ভারতীয়রা। অস্ট্রেলিয়া জয় করার পর ভারত জয় করতে গেলো নিউজিল্যান্ড।
সেখানেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স দেখালো বিরাট কোহলি অ্যান্ড কোং। কেউ সেঞ্চুরি করলো না। কিন্তু রান ৩০০ প্লাস। শেষ মুহূর্তে ঝড় তুলে রানকে ৩০০ পার করে দেয়ার কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির। ৩৩ বল খেলে ৪৮ রান করে অপরাজিত থেকে যান ধোনি। শেষ মুহূর্তে ঝড় তোলেন কেদার যাদবও। ১০ বল খেলে তিনি করেন ২২ রান। টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান মিলে গড়ে তোলেন ১৫৪ রানের বিশাল জুটি। তাদের এই জুটিই জানিয়ে দেয়, বড় স্কোর গড়ে তুলবে ভারত। এ নিয়ে রোহিত-ধাওয়ান ১৪টি সেঞ্চুরি জুটি গড়েছেন ওয়ানডে ক্রিকেটে। ৬৭ বলে ৬৬ রান করে আউট হন শিখর ধাওয়ান। ৯৬ বল খেলে ৮৭ রান করে রোহিত শর্মা। এরপর ব্যাট করতে নেমে ৪৫ বলে ৪৩ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ৪৯ বলে ৪৭ রান করেন আম্বাতি রাইডু। শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান করতে সক্ষম হয় ভারত। ট্রেন্ট বোল্ট এবং লকি ফার্গুসন নেন ২টি করে উইকেট।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।