মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি শিশু কাঠ গাছের বাগানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৯০টিরও বেশি গাছ পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হেদায়েত হাওলাদারের এই বাগানে আগুন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে চানমিয়া হাওলাদারের বিরুদ্ধে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক।
হেদায়েত হাওলাদার জানান, চার বছর আগে ১৮ শতাংশ জমিতে ২ শতাধিক শিশু কাঠ গাছ রোপণ করেন তিনি। চানমিয়া তার জমিতে কচুরিপানা পরিষ্কার করতে শ্রমিক লাগিয়ে কচুরিপানায় আগুন দেন এবং পরে নিজেরাই গাছের বাগানে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা জানান, চানমিয়া ইচ্ছাকৃতভাবে বাগানে আগুন লাগিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযুক্ত চানমিয়া বলেন, কচুরিপানায় আগুন দিয়েছিলেন, যা থেকে গাছে আগুন লেগেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত হেদায়েত হাওলাদার এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।