শুরুতেই ফিরে গেছেন দুই ওপেনারই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪ অপরাহ্ন
শুরুতেই ফিরে গেছেন দুই ওপেনারই

৩৮ রানে ২ উইকেট হারিয়ে খুঁকছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন। নবাগত ওপেনার সাদমান ইসলামের পর ফিরছেন সৌম্য সরকার। সৌম্য সরকার ফিরেছেন ১৭ রান করে মোহাম্মদ নবির বলে এলবি হয়ে। কঠিন বল ছিল না। কিন্তু সৌম্য সেটা সামলাতে পারেননি।বাংলাদেশ প্রথম উইকেট হারায় লাঞ্চের আগে। সাদমান আউট হন ০ রানে। এরপর সৌম্য- লিটন জুটি ভালোই লড়ছিলেন। কিন্তু সৌম্যর বিদায়ে আবার চাপে পড়ে গেল টাইগাররা। সর্বশেষ ২২ ওভারে দুই উইকেটে ৪৫ রান তুলেছে টাইগাররা।এরআগে প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয় আফগানিস্তান। চট্টগ্রামে গতকাল শুরু হয় একমাত্র টেস্ট ম্যাচটি। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল আফগানরা।

আজ দ্বিতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে ভালোই শুরু করেছিল বাংলাদেশের স্পিনাররা। কিন্তু বাঁধ সাধেন রশিদ খান। তরতর করে রান তুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৬১ বলে ৫১ রান করেন এ অলরাউন্ডার।গতকাল ৮৮ রানে আজগর আফগান ও ৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন আফসার জাজাই। কিন্তু কেউই বেশিদূর যেতে পারেননি আজ। দুজনকেই বিদায় করেন তাইজুল। ৯২ করেন আফগান আর ৪১ জাজাই।এরপর অবশ্য দেয়াল হয়ে দাঁড়ান রশিদ খান। দ্রুত রান তুলতে থাকেন। দলের জন্য মহামূল্য ৫১ রান যোগ করেন। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ৩৪২ রানে।বাংলাদেশের পক্ষে তাইজুল ১১৬ রানে ৪ উইকেট নেন। দুই উইকেপ পান নাঈম হাসান। একটি করে উইকেট নেন মিরাজ ও রিয়াদ।