আহা কি লজ্জা! টেস্টে নাবাগত আফগানদের কাছে নিজেদের মাঠে ২০৫ রানে অল আউট হয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে চট্টগ্রামে হারের শঙ্কায় এখন সাকিবের দল। যদিও ম্যাচের এখনও তিন দিন বাকি, এই তিন দিনে অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আপাতত দারুণ ব্যাটফুটে স্বাগতিকরা।প্রথম ইনিংসে আফগানরা থামে ৩৪২ রানে। জবাবে ৮ উইকেটে ১৯৪ রান করে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে রেখে স্বাগতিকরা ১৪৮ রানে পিছিয়ে ছিল।ব্যাটিং বিপর্যয়ের মাঝে শেষ দিকে হাল ধরেন মোসদ্দেক হোসেন। ছিলেন ৪৪ রানে অপরাজিত। তাইজুল ছিলেন ১৪ রানে অপরাজিত। আজ তৃতীয় দিনের সকালে প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরেন তাইজুল, নবির বলে। তার একটু পরেই রশিদের বলে বোল্ড হন নাঈম হাসান, ৭ রানে। ব্যস, বাংলাদেশের প্রথম ইনিংস থামে মাত্র ২০৫।