
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫

ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ করে ফাইনাল ম্যাচের জন্য ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে দুই দল। এর আগে চট্টগ্রামে খেলা দুই ম্যাচের স্কোয়াডই ফাইনালের জন্য রেখেছে বাংলাদেশ, আনেনি কোনো পরিবর্তন।
তবে স্কোয়াডে ১৫ জন থাকলেও, একাদশে তো আর থাকবেন না সবাই। তা ফাইনালের জন্য মূল একাদশ কেমন হবে?- তা নিয়ে জল্পনা কল্পনা চলছে বিস্তর। আফগানদের বিপক্ষে সবশেষ ম্যাচের মতোই তিন পেসারের সঙ্গে বাকি স্পিনারদের দিয়ে সাজানো হবে দল? নাকি পেসার কমিয়ে আবারও স্পিন নির্ভর আক্রমণে মনোযোগ দেবে বাংলাদেশ?
