আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। এই উদ্যোগটি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন যে ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি বলেন, “এটা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা এটাকে প্রাইভেট উদ্যোগ হিসেবে দেখছি। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।”
প্রেস সচিবের বক্তব্যের পর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ঘোষণাপত্র প্রকাশিত না হওয়া পর্যন্ত এর বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আমাদের জন্যও বিষয়টি স্পষ্ট হওয়া বাকি।”
ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সচিবালয়ে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি বলেন, “এই মুহূর্তে সচিবালয় একটি ক্রাইম সিন। সরকারের পক্ষ থেকে আগুনের ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে এবং প্রয়োজনীয় আলামত রক্ষার জন্য সচিবালয়ে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তদন্তে স্বচ্ছতা ও কার্যকরতা নিশ্চিত করতে আমরা সবার সহযোগিতা কামনা করেছি। এটি সম্পূর্ণ সাময়িক সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।