ভারতের সাদ কান্ধলভীর অনুসারী সা'দপন্থীদের নারকীয় হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা ওলামা মাশায়েখের উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সা'দপন্থীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "গত ১৮ ডিসেম্বর গভীর রাতে একটি মাদ্রাসায় আমলরত অবস্থায় সা'দপন্থীদের সন্ত্রাসী হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
বক্তারা আরও বলেন, "সা'দপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। এ ধরনের হামলা শুধু ধর্মীয় সম্প্রীতিকে ব্যাহত করে না, এটি সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করে।"
প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হক কাওসারী। সভায় বক্তব্য রাখেন জেলা তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা আবু তাহের, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, এবং জেলা জমিয়াতুল ওলামা ইসলামের সভাপতি মো. আব্দুল হক কাওসারী।
সভা শেষে মুসল্লিরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি পটুয়াখালী মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে শেষ হয়। মিছিলের শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, “মুসলিম উম্মাহর ঐক্য নষ্টের চেষ্টা যারা করছে, তাদের রুখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই হামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
পটুয়াখালী জেলার এই প্রতিবাদ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।