
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ৪:২

জিম্বাবুয়ের বিপক্ষে চরম বাজে বোলিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের ১৬তম ওভারে বিশ্বসেরা এ অলরাউন্ডারের বলে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান রায়ান বার্লে। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে খেলায় ফিরতে সাহায্য করেন সাকিব। তার বলে একের পর এক বাউন্ডারি হাঁকান রায়ান। ইনিংসের ১৬তম ওভারে সাকিবের ওভারে তিন ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন রায়ান। এই ওভারেই ২৮ বলে ফিফটি গড়েন তিনি। নিজের ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম ফিফটি গড়েন রায়ান। তার ব্যাটিং তাণ্ডবে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব