অবশেষে কোচ পেলো পাকিস্তান ক্রিকেট দল। সাবেক অধিনায়ক মিসবাহ উল হককেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। একই সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন মিসবাহ। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস আবারও ফিরছেন জাতীয় দলে। মিসবাহর অধীনে দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে সরিয়ে দেওয়া হয়।
২০১১ সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন মিসবাহ। তার অধীনে পাকিস্তানের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। অনেকেই ইমরান খানের পর পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কের স্বীকৃতি দেন মিসবাহকে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।