জিততে হলে ১০৮ বলে ১৪৫ রান করতে হবে। ভেজা মাঠে এমন কঠিন টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। দলীয় ৫.৪ ওভারে মাত্র ৪০ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে টাইগাররা।
জিম্বাবুয়ে ১৮ ওভারে ১৪৪/৫
বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুর দিকে জিম্বাবুয়েকে যেভাবে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ, এরপর সেটা ধরে রাখতে পারেননি টাইগাররা। ৯.৩ ওভারে ৫ উইকেটে ৬৩ রান করা জিম্বাবুয়ে, পরের ৮.৩ ওভারে তুলে নেয় ৮১ রান।
ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে সম্মানজনক স্কোর উপহার দেন রায়ান বার্ল। ষষ্ঠ উইকেটে তিনি টিনোটেন্ডা মুটুমবদজিকে সঙ্গে নিয়ে নিয়ে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন। ইনিংসের ১৬তম ওভারে সাকিব আল হাসানের বলে তিনটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন রায়ান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।