দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। টস হেরে লঙ্কান অধিনায়কও জানিয়েছিলেন টস জিতলে বোলিংই করতেন।
তবে বলিং নেয়ার পরীক্ষায় প্রথম ওভারেই পাশ আফগানরা। ফজল হক ফারুকির করা ওভারের শেষ দুই বলে দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা।
পঞ্চম বলে ওপেনার কুশল মেন্ডিস (২) এলবিডব্লু হলে রিভিউতে জিতে যান ফারুকি। পরের বলে চারিথ আসিলাঙ্কা এলবডব্লু হলে আর রিভিউ নিতেও হয়নি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফারুকি। চলতি ম্যাচের আগে ৯ ম্যাচে নেন ৯ উইকেট।
দ্বিতীয় ওভারে নাভিন উল হকের শেষ বলে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ক্যাচ তুলে দেন উইকেট রক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪.১ ওভারে ৩ উইকেটে ১৮ রান। গুনাথিলাকা রয়েছেন ৫ রানে আর রাজাপাকশে ৯ রানে অপরাজিত।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট-রক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা প মাথিশা পাথিরানা।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।