মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ও রফতানি বন্ধ রয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে, জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, বিজয় দিবসের সরকারি ছুটির কারণে হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে, যার ফলে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে তিনি আশ্বাস দেন যে, আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে আবারও ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ হয়নি। যাত্রী পারাপার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলমান রয়েছে, এবং এতে কোনো ব্যাঘাত ঘটেনি।
এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বিজয় দিবসের কারণে পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকলেও তারা আশাবাদী যে আগামীকাল থেকে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।