মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩১শে জুলাই ২০২২ ০৫:৫৬ অপরাহ্ন
মোসাদ্দেকের ঘূর্ণিতে কাঁপছে জিম্বাবুয়ে

মোসাদ্দেক হোসেন সৈকতের জাদুকরি বোলিংয়ে নাকাল জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন তিনি, এরপর নিজের কোটার বাকি ৩ ওভারে আরও ৩ উইকেট তুলে নেন এই স্পিনার। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।


ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার রেজি চাকাভাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওভারের শেষ বলে আগের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করা মাধেভেরেকে মাত্র ৪ রানেই রুখে দিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। মোসাদ্দেকের অফ স্টাম্পের বেশ বাইরের বল নিয়ন্ত্রণহীনভাবে খেলতে গিয়ে কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েন মাধেভেরে।


প্রথম ওভারে বল করতে আসেন মোসাদ্দেক। তার অফ স্টাম্পের বেশ বাইরে বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন রেজিস চাকাভা। আর ওভারের শেষ বলে ক্যাচ দেন ওয়েসলে মাধেভেরে। দ্বিতীয় ওভারে এসে আরেকটি  উইকেট পান মোসাদ্দেক। তার তৃতীয় শিকার ক্রেইগ আরভিন।  নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই  শন উইলিয়ামসকে ফেরান তিনি। 


৩ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন।  টি-টোয়েন্টিতে এটিই তার সেরা বোলিং ফিগার। 


প্রথম ম্যাচে ১৭ রানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের।