ইবির দুই শিক্ষার্থীর গুম হওয়া: তদন্ত কমিটি গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ন
ইবির দুই শিক্ষার্থীর গুম হওয়া: তদন্ত কমিটি গঠনের দাবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসের গুমের রহস্য উদঘাটনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।


মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা দাবী করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান ও গুমের কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন একটি তদন্ত কমিটি গঠন করে। মানবাধিকার সুরক্ষায় সকল স্তরের সক্রিয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী এবং ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা। মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 


বক্তারা বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে গুম হন ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস। ওই সময় সাভারের নবীনগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে পরিচয় দিয়ে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর থেকেই তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। তারা ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে। 


মানববন্ধনে রাশেদুল ইসলাম রাফি বলেন, "আমাদের দুই ভাই কোথায়, কেন গুম হয়েছে, তা জানাতে হবে। বর্তমান সরকারকে অনুরোধ করছি, যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।" 


এছাড়া বক্তারা আরও বলেন, "গুম হওয়া অনেকেরই উদ্ধার হলেও ইবি’র এই দুই শিক্ষার্থীর সন্ধান আজও মেলেনি। বিশ্ব মানবাধিকার দিবসে আমরা সরকারের কাছে তাদের ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।"


প্রসঙ্গত, ২০১২ সালের ফেব্রুয়ারিতে গুম হওয়া এই দুই শিক্ষার্থী এখনও ফিরে না আসায় তাদের পরিবারের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা দাবি করেছেন, দ্রুত তদন্তের মাধ্যমে এই অন্ধকার পরিস্থিতির সমাধান হওয়া প্রয়োজন।