জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৮:৫০ অপরাহ্ন
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির নতুন মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন সারজিস আলম। সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। 


প্রথমে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন তাকে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে নিয়োগ দেয়া হয়েছে। কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সারজিস আলমকে এই পদে মনোনীত করা হয়েছে।"


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি ঐতিহাসিক অভ্যুত্থান ঘটান, যা দেশের রাজনৈতিক দৃশ্যে নতুন দিক নির্দেশনা নিয়ে আসে। সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন সারজিস আলম। অভ্যুত্থানের শক্তি সমন্বিত করে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়, যা বর্তমানে একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। 


এ পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি দেশের ৪৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে। এর মধ্যে ১৯টি থানা ঢাকার এবং ২৫টি থানা ও উপজেলা ঢাকার বাইরে। সংগঠনটি ঘোষণা করেছে যে, আগামী ৬০ দিনের মধ্যে এই কমিটিগুলোকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত করা হবে। ডিসেম্বর মাসের মধ্যে দেশের সব থানায় কমিটি গঠন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।


সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 


মুখ্য সংগঠক হিসেবে নতুন দায়িত্ব পেয়ে সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।"


এভাবে, সারজিস আলমের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।