(ডিআরইউ) নতুন সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন
(ডিআরইউ) নতুন সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এ ফলাফল ঘোষণা করেন।


নতুন নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল’র সহকর্মী নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল হাই তুহিন, এবং অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন)। এছাড়া, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে রোজিনা রোজী, প্রচার সম্পাদক হিসেবে মিজান চৌধুরী এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


এবারের নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে, চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন, আর বাকি ১৭টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 


নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে, নির্বাচিত কমিটির নতুন সভাপতি আবু সালেহ আকন বলেন, "ডিআরইউ সদস্যদের আস্থার প্রতিদান দিতে আমরা কাজ করবো। আমাদের মূল লক্ষ্য সাংবাদিকদের অধিকার এবং উন্নয়নমূলক কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া।" সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, "একমত হয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করবো।" 


নির্বাচন পরবর্তী আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেন।