বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চট্টগ্রাম পর্ব চলছে। যেখানে দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্দান্ত ঢাকা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
৯ ম্যাচ খেলে ৮টিতেই হেরে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে ঢাকা। বরিশালের বিপক্ষে এই ম্যাচটি তাই তাদের জন্য শুধুই নিয়মরক্ষার।
অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে সেরা চারে বরিশালের অবস্থান। পয়েন্ট তালিকায় তিনে পা রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না তামিমের দল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।