ফিফটির পর ফিরলেন কোহলি, ব্যাকফুটে ভারত

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৯শে নভেম্বর ২০২৩ ০৪:৪১ অপরাহ্ন
ফিফটির পর ফিরলেন কোহলি, ব্যাকফুটে ভারত

বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি গড়ার চেষ্টা করছেন। তাদের ধীরগতির ব্যাটিংয়ের প্রভাব পড়েছে রান রেটেও। পাওয়ার প্লেতে ওভার প্রতি ৮ করে রান তুলেছিল ভারত। তবে এখন সেটা ৬ এর নিচে নেমে এসেছে। শেষ ১৬ ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি স্বাগতিকরা। তবে ৫৬ বলে ঠিকই নিজের ফিফটি তুলে নিয়েছেন ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।


এবার বিশ্বকাপে ১১ ইনিংসে নবমবারের মতো ৫০ পেরোলেন কোহলি। ভারতের রান মেশিন আছেন দুর্দান্ত ফর্মে, ফাইনালেও বয়ে আনলেন সেটি। অন্য প্রান্তে রাহুল ভুগছেন, তবে কোহলি খেলে চলেছেন বেশ ভালো একটা স্ট্রাইক রেট ধরে রেখেই। তবে ফাইনালে ভারতের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে কোহলি কতক্ষণ থাকেন, সেটির ওপর। রাহুলের সঙ্গে তাঁর জুটি ৫০ পেরিয়েছে আরও আগেই।


পরপর দুই ওভারে রোহিত ও আইয়ার ফেরার পর বেশ সতর্ক ভারতীয় ব্যাটাররা। ভারত ১০০ পেরিয়ে গেলেও দশম ওভারের পর আসেনি কোনো বাউন্ডারি। আপাতত ইনিংস পুনর্গঠনে ব্যস্ত কোহলি ও রাহুল। ৩৪ বলে এই জুটিতে এসেছে মোটের ওপর ২০ রান।


রোহিতের পর শ্রেয়াস আইয়ারও আক্রমণাত্মক শুরুর চেষ্টা করেছিলেন। নিজের মোকাবিলা করা দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন তিনি। তবে থিতু হতে পারেননি উইকেটে। পরের ওভারেই তাকে সাজঘরে ফেরান কামিন্স। তবে ৫ বলের ব্যবধানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কোহলি ও কেএল রাহুল। ১৬তম ওভারেই ১০০ ছাড়িয়েছে ভারতের সংগ্রহ।


ঘরের মাঠে বিশ্বকাপ, আর তাতে দারুণ ফর্মে স্বাগতিক দল। ম্যান ইন ব্লুদের তৃতীয় শিরোপা দেখার আশায় প্রায় ১৭০ কোটি জনতা। যে কারণে তারা হাজির আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ভেন্যুটি পরিণত হয়েছে ‘নীল সমুদ্র।’অষ্টম ওভারে দেখা গিয়েছিল স্পিন। ম্যাক্সওয়েলের পর আক্রমণে এসেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স।


এরপর প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের ওপর চড়াও হন রোহিত। ক্রিজ ছেড়ে এসে লং অনের ওপর দিয়ে হাঁকান ছক্কা। পরক্ষণেই ব্যাকফুটে ভারতীয় অধিনায়ক। এবার যেভাবে খেলতে চেয়েছিলেন, তা হয়নি। কাভারে তার ক্যাচ দুর্দান্ত নৈপুণ্যে তালুবন্দি করেন ট্রাভিস হেড।


ইনিংসের ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ৫৪ রান। পেসারদের পর এবার স্পিনে আস্থা রেখেছেন অজি অধিনায়ক কামিন্স। অষ্টম ওভারে আক্রমণে এসেছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিজের প্রথম ওভারে ৭ রান দিয়েছেন তিনি।


গিল ফেরার পর অন-ডাউনে নেমেছেন কোহলি। এসেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছেন টপ-অর্ডার এই ব্যাটার। ইনিংসের সপ্তম ওভারে পরপর তিন বাউন্ডারি মেরেছেন তিনি। আর শেষ ৩ বলে এসেছে ২ রান, সপ্তম ওভারেই ৫০ ছুঁয়েছে ভারত।


ইনিংসের ২৫ বলের মধ্যে মাত্র ছয়টি বল মোবাবিলা করেছিলেন গিল। এরপরই স্টার্কের শর্ট লেংথের বলে চড়াও হন এই ওপেনার। তবে যেভাবে হাঁকাতে চেয়েছিলেন, তা হয়নি। এতে সরাসরি ক্যাচ গেছে মিড অনে। মুহূর্তেই তা লুফে নেন জাম্পা।


ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেই কাভারের ওপর দিয়ে জশ হ্যাজলউডকে সজোরে হাঁকালেন বাউন্ডারি। মিচেল স্টার্কের ৩ রানের মিতব্যায়ী ওভারের পর হ্যাজলউডের ওপর জমিয়ে রাখা আগ্রাসী মনোভাবে চড়াও হন তিনি। ফাইনাল! তা ভুলেই গেলেন ম্যান ইন ব্লুদের দলপতি।


ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।


অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।


দীর্ঘ দেড় মাসের মহাযজ্ঞ শেষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।


সবাইকে স্বাগতক আরটিভির লাইভ স্কোর আপডেটে। বিশ্বকাপের ফাইনালে আর কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ফাইনালটি শুরু হবে।