https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিপিএল টিকিটের মূল্য ২০০ টাকা থেকে শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০১৯, ৪:১

শেয়ার করুনঃ
বিপিএল টিকিটের মূল্য ২০০ টাকা থেকে শুরু
৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল থেকেই। এবারের আসরের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে হয়েছে ২০০ টাকা। গত আসরের মতোই বাকি টিকিটের মূল্যও থাকছে অপরিবর্তিত।বিপিএলের ষষ্ঠ আসরের জন্য টিকিটের নতুন মূল্য ধার্য করেনি প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিল। ক্রিকেটপ্রেমীরা পঞ্চম আসরে যে মূল্যে টিকিটি কিনেছিলেন একই মূল্যে কিনতে পারবেন এই আসরের টিকিটও। মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে আগামীকাল বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) থেকেই শুরু হবে প্রথম পর্বের টিকিট বিক্রি। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এবারের আসরের জন্য ইস্টার্ন স্ট্যান্ড তথা ছাদবিহীন গ্যালারির টিকিট মিলবে ২০০ টাকায়। আর ছাদযুক্ত গ্যালারি তথা নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য পড়বে ২ হাজার টাকা।বিপিএলের দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে ২০ জানুয়ারি এবং তৃতীয় পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারি। সিলেট স্টেডিয়ামের দর্শকরা টিকিট কিনতে পারবেন ১৪ জানুয়ারি থেকে। আর চট্টগ্রাম অংশের টিকিট পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে। এসব টিকিট স্টেডিয়ামের পার্শ্ববর্তী বুথে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে সহজ ডটকম থেকে।

বিপিএলের ষষ্ঠ আসরের টিকিটের মূল্য

ঢাকা: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ডে ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারিতে ৫০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

সিলেট: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্টান্ড ২০০ টাকা।

৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসরের খেলা।

এ সম্পর্কিত আরও পড়ুন

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেক করেই বিশ্বরেকর্ড গড়েছেন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ানডের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ২৬ বলে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের দখলে।   আব্বাসের এই ইনিংসটি সাজানো ছিল ৩টি ছক্কা ও ৩টি চারে। ২৬ বলে

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন আজ সোমবার, ২৪ মার্চ। সাকিব আল হাসান এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'এগ্রো ফার্ম লিমিটেড'কে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার মো. শাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসান ও তার

রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের বিধ্বস্ত করে ফাইনালের লড়াই থেকে ছিটকে দিয়েছিল অজিরা। যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ ছিল ভারতীয় দর্শকরা। এর মাঝেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে বসে ভারত। চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল। যেখানে অস্ট্রেলিয়াকে বাড়ির পথ

ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ব্যাট করতে ভারতকে ২৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ।মঙ্গলবার (৪ মার্চ) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৯ শূন্য রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শর্টের বদলে একাদশে সুযোগ পাওয়া কোপার।  এক প্রান্ত আগলে রেখে লড়াই

৬৫ বছরে হ্যাটট্রিকসহ ১০ উইকেট শিকার ব্র্যাডলি'র

৬৫ বছরে হ্যাটট্রিকসহ ১০ উইকেট শিকার ব্র্যাডলি'র

৬৫ বছর বয়সে সাধারণত মানুষ অবসর নেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে প্রাধান্য দেন। কিন্তু ব্র্যাডলি ও’ডেল নামক একজন ব্যতিক্রমী খেলোয়াড় এই বয়সে ক্রিকেট মাঠে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি শুধু খেলছেন না, বরং গড়েছেন একটি বিরল রেকর্ডও। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে স্থানীয় এক ক্রিকেট ম্যাচে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ব্র্যাডলি ও’ডেল। শনিবার (১ মার্চ)