
ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাতিল করা হয়েছে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টটি। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে হামলার সময় ঘটনাস্থলের খুব কাছে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শনিবারের ম্যাচের আগে নিজেদের অনুশীলন শেষে পবিত্র জুমার নামাজ আদায় করতে মসজিদ আল নুরের উদ্দেশ্যেই যাচ্ছিলেন টাইগার ক্রিকেটাররা। মসজিদের কাছাকাছি পৌঁছতে অজ্ঞাত এক নারী হামলার ব্যাপারে সতর্ক করে দেন তামিম-মিরাজদের। সে নারীর সতর্কবার্তা পেয়ে দ্রুতই অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামে ফেরত যায় বাংলাদেশ দলের সদস্যরা। প্রথম মাঠের ড্রেসিংরুমে এবং পরে টিম হোটেলে অবস্থান নেয় ভীতশ্রদ্ধ বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

ইনিউজ ৭১/এম.আর