সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাবর আজমদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চেন্নাইয়ের এমন চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামবে দু’দল।
চেন্নাইয়ে এই ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার একাদশে একাধিক পরিবর্তন এসেছে। পাকিস্তান বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে একাদশে নিয়েছে। হাসান আলীর জায়গায় একাদশে ফিরেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার একাদশে বাভুমার সঙ্গে ফিরেছেন তাবরেজ শামসি। বাদ পড়েছেন কাগিসু রাবাদা।
পাকিস্তানের একাদশ : ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়র ও হ্যারিস রউফ। দক্ষিণ আফ্রিকার একাদশে : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোয়েটজে, রিয়াদ মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।