
মৌসুম শুরুর আগে জানিয়েছিলেন শিরোপা জেতার ক্ষুধার কথা। আগের ১১ মৌসুমে একবারও চ্যাম্পিয়ন হতে না পারায়, চলতি আসরে শিরোপা জয়কেই একমাত্র লক্ষ্য হিসেবে ঠিক করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কিসের কী! এবার যেনো হতাশার মিছিলে আগের আসরগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি কোহলির দল। সবকয়টি ম্যাচে হেরে পড়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে।
ব্যাঙ্গালুরুর পাঁচ হারের সবশেষটি শুক্রবার রাতে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। যে ম্যাচে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও আন্দ্রে রাসেল নামক সাইক্লোনের কাছে হেরে গিয়েছে ব্যাঙ্গালুরু। এ ম্যাচে হারের মধ্য দিয়ে আইপিএলে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়লেন কোহলি। অথচ চলতি আসর শুরুর আগে আইপিএলে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা ছিলো বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলা রবিন উথাপ্পার দখলে। তিনি হেরেছিলেন ৮৪ ম্যাচে। কোহলি টুর্নামেন্ট শুরু করেছিলেন ৮১ হার দিয়ে।
ইনিউজ ৭১/এম.আর