বিপিএলে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল।৬৩ রানে ফরচুন বরিশালের শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে ফিরেছিলেন। ৮৯ রানে উইকেট পড়ে ৫টি। ফলে বেশ বিপদে পড়েছিল দলটি। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি গড়েন।
এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল। জিততে ১৭৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ঢাকা ডমিনেটর্স। কিন্তু ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয় দলটি। ফলে ১৩ রানে জয় পায় বরিশাল।
নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে যান নাসির। এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ঢাকার এই অধিনায়ক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।